ঢাকা: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছে শ্রীলংকা। রোববার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে উত্তেজনাপূর্ন ম্যাচে অল্পের জন্য ‘আপসেট’র হাত থেকে রক্ষা পেয়েছে তারা।
২৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫১ রান তুলতেই কুমার সাঙ্গাকারাসহ টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। সেখান থেকে মাহেলা জয়বর্ধনের অসাধারণ সেঞ্চুরি ও লোয়ার অর্ডারে থিসারা পেরেরার ২৬ বলে বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে চার উইকেট হাতে রেখেই জয় পায় শ্রীলংকা।
ম্যাচ শেষে আইসিসি’র সহযোগি সদস্য দেশ আফগানিস্তানের দাপুটে পারফরম্যান্সের প্রশংসা করেন লংকান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস ।
‘কঠিন কন্ডিশনেও দারুন ব্যাটিং করেছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। বল হাতে দারুণ বল করেছে তাদের পেসাররা। তাদের গতি ও মুভমেন্ট ছিল অসাধারণ। বড় দলের সাথে আফগানিস্তানের তেমন পার্থক্য আছে বলে আমার মনে হয়নি’ বলেন ম্যাথুস।
প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজ দলের পারফরম্যান্সে অখুশি ম্যাথুস। লংকান এই দলপতি তার দলকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আমাদের দলের মান অনুযায়ী আমরা খেলতে পারিনি। বড় দলের বিপক্ষে মাঠে নামলে অবশ্যই খেলায় উন্নতি করতে হবে। ’
আগামি ২৬ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলংকা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫