ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে প্রোটিয়া-দুঃখ ঘোচাতে নামছে ভারত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
বিশ্বকাপে প্রোটিয়া-দুঃখ ঘোচাতে নামছে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে দুই জায়ান্ট দক্ষিণ আফ্রিকা ও ভারত। চোকার প্রোটিয়ারা এর আগের প্রতিবারের বিশ্বকাপের দেখায় ভারতকে কাঁদালেও এবার হাসতে চায় মহেন্দ্র সিং ধোনির দল।

অবশ্য, দু’দলই নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে উড়ছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এ লড়াই শুরু হতে যাচ্ছে। এই ম্যাচে জয়ী দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে থাকবে।

শিরোপা নিজেদের ঘরেই রেখে দিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পা রেখেছে। অপর দিকে চোকার তকমা ঘোচাতে এবার অদম্য এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে এসেছে দুরন্ত দক্ষিণ আফ্রিকা।

দু’দলই বিশ্বকাপ মিশনটা শুরু করেছে প্রথম ম্যাচে জয় দিয়ে। তবে ভারতের জয়টা ছিল অন্যরকম। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ধোনির দল। এই জয় পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস জোগাবে বিরাট কোহলি-সুরেশ রায়না-রবিচন্দ্রন অশ্বিনদের। সেই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন কোহলি। এ নয়া জিনিয়াসের ফর্মের ফেরাটাও ভারতের জন্যে স্বস্তিদায়ক খবর।
 
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও জিম্বাবুয়েকে হারিয়ে তাদের মিশন শুরু করেছে। সে ম্যাচে সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার এবং জেপি ডুমিনি। তবে জিম্বাবুয়েও প্রতিরোধ গড়ে তুলেছিল গ্রুপের প্রথম ম্যাচে। বড় পরীক্ষা দিতে হয়েছিল প্রোটিয়া বোলারদের।

অবশ্য, ভারতের কোহলি ফর্মে ফিরলেও টিম ম্যানেজম্যান্ট তাকিয়ে আছে ওপেনার রোহিত শর্মার ব্যাটের দিকে। রোববারের লড়াইটা যে মূলত হবে প্রোটিয়া বোলারদের সঙ্গে ভারতের ব্যাটসম্যানদের। তাই ভালো সূচনা এনে দেওয়ার দায়িত্বটা থাকছেই ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মার উপরই।
 
দক্ষিণ আফ্রিকানদের মধ্যে অধিনায়ক ভিলিয়ার্সের ব্যাট হাসলে প্রোটিয়াদের জেতার সম্ভাবনা জোরালো হবে। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক জিম্বাবুয়ের বিপক্ষে রান না পেলেও এই ম্যাচে ভালো করার জন্যে মুখিয়ে আছেন তিনি।

তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে টুর্নামেন্টের হট ফেভারিটরাও প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে।
 
সম্ভাব্য একাদশ ভারত
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও উমেশ যাদব।
 
সম্ভাব্য একাদশ  দক্ষিণ আফ্রিকা
হাশিম আমলা, কুইন্টন ডি কক,  ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারদিয়েন, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।

** এবার প্রোটিয়াদের হারাতে চায় ভারত

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।