ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্ভাগ্য-অনভিজ্ঞতায় হারলো আফগানিস্তান

ওয়াল্র্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
দুর্ভাগ্য-অনভিজ্ঞতায় হারলো আফগানিস্তান

ঢাকা: ম্যাচে বেশ কয়েকবার নিয়ন্ত্রণ নিয়েও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়তে পারলো না মোহাম্মদ নবীর দল। শ্রীলংকার ঘাম ঝরিয়ে তবেই চার উইকেটে হেরেছে তারা।

এই হারে খেলার চেয়েও আফগানরা দুষতে পারে বেশি তাদের দুর্ভাগ্যকে, হারের কারণ হিসেবে সহজেই বলা যেতে পারে তাদের অনভিজ্ঞতার কথা।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ২৩২ সংগ্রহ করে লংকানদের ২৩৩ এর টার্গেট বেধে দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অ্যাঞ্জেলা ম্যাথুস বাহিনী। শঙ্কায় পড়ে বেশ কয়েকবারও। তবে শেষ পর্যন্ত চার উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** শতক করেই সাজঘরে মাহেলা, ফের শঙ্কায় লংকানরা
** জয়বর্ধনের সেঞ্চুরিতে জয়ের পথে লংকানরা
** চাপ সামাল দিচ্ছে জয়বর্ধনে-ম্যাথুস জুটি
** লংকান টপঅর্ডারে ধস
** লংকানদের চোখ রাঙাচ্ছে আফগানরা
** শুরুতেই হোঁচট খেল শ্রীলংকা
** শ্রীলংকার টার্গেট ২৩৩
** পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা
** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।