ঢাকা: প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ানের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ৩০৭ রানের বিশাল স্কোর দাঁড় করায় বর্তমান চ্যাম্পিয়নরা।
শিখর ধাওয়ানের ১৪৬ বলে ১৩৭ রানের দায়িত্বশীল পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে নির্বাচকদের তাই ম্যাচসেরা নির্বাচন করতে কোনো বেগ পেতে হয়নি।
মেলবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটকে বেশ ভালোভাবেই কাজে লাগান বাঁহাতি ওপেনার ধাওয়ান। সাবলীলভাবে ব্যাটিং করে দলের রানের চাকা সচল রাখেন তিনি। ১৬ চার এবং দুই ছয়ে ইনিংসটি সাজান ধাওয়ান।
৫৫ ম্যাচ খেলে ধাওয়ানের সংগ্রহ ২৩০৫ রান। তার ব্যাটিং গড় ৪৫.১৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১০ সালে অভিষেক হয় ধাওয়ানের।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫