ঢাকা: বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে রংপুরের বিপক্ষে প্রথম দিনেই গুটিয়ে গেছে রাজশাহী। টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী নিয়মিত বিরতিতে উইকেট হারালে ২৬৩ রানেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস।
জবাবে ব্যাটিংয়ে নেমে দিন শেষে বিনা উইকেটে ২৫ রান তুলেছে রংপুর বিভাগ। ফলে রাজশাহীর চেয়ে ২৩৮ রানে পিছিয়ে রয়েছে রংপুর। লিটন কুমার ২১ ও তারিক আহমেদ ৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
রাজশাহীর হয়ে মুক্তার আলী সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন। ৭২ রান নেন শুধুমাত্র বাউন্ডারি থেকেই। ১০১ বলের খেলা ইনিংসটিতে ছিল ৮টি ছক্কা ও ৬টি চারের মার।
মু্ক্তার আলী ছাড়াও অর্ধশতক করেছেন তারেক খান। ৫৭ রানের একটি ইনিংস খেলেন তিনি।
সঞ্চিত সাহা ও তানভির হায়দার তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট দখল করেন সোহরাওয়ার্দী শুভ ও মাহমুদুল হাসান।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫