১৬ বছর আগে ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়।
২০১৫ বিশ্বকাপে ওই রেকর্ড ভেঙে নতুনভাবে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিস গেইল-স্যামুয়েলস জুটি।
‘বি’গ্রুপের ১৫তম ম্যাচে ক্যারিবীয় ঝড় বয়ে গেছে জিম্বাবুয়ের ওপর দিয়ে। গেইলের ঝড়ো ডাবল সেঞ্চুরি এবং স্যামুয়েলসের অপরাজিত শতকে ৩৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় ডেভ হোয়াটমোরের শীর্ষদের প্রতি।
গেইল ১৪৭ বল মোকাবেলা করে ২১৫ রান সংগ্রহ করেন। আর তার ইনিংসটি সাজিয়েছেন ১০ চার এবং ১৬টি ছয়ের সাহায্যে।
এখন দেখার বিষয় আর কি কি রেকর্ড নিয়ে অপেক্ষা করছে ১১তম বিশ্বকাপ।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫