মুশফিকুর রহিমের আঙ্গুলে চোট নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। অনুশীলনে ডান হাতের আঙ্গুলে চোট পাওয়ার পর তাকে মেলবোর্নের স্থানীয় একটি হাসপাতালে এক্সরের জন্যে নিয়ে যাওয়া হয়।
দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলানিউজকে জানান, এক্সরের পরে ইতিবাচক ফল এসেছে। আপাতত দুঃশ্চিন্তার কোনো কারণ নেই।
শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপে তৃতীয় ম্যাচে ২৬ ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলন মুশফিকুর রহিম।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫