ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেন্ডিসের সুস্থতার অপেক্ষায় শ্রীলঙ্কা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
মেন্ডিসের সুস্থতার অপেক্ষায় শ্রীলঙ্কা জীভান মেন্ডিস

ঢাকা: লেগস্পিন অলরাউন্ডার জীভান মেন্ডিসের সুস্থতার অপেক্ষায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। আজ (মঙ্গলবার) মেলবোর্নে গুরুতর হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন মেন্ডিস।

তবে মেন্ডিস যদি সুস্থ না হতে পারেন তাহেলে তার পরিবর্তে দলে ঢুকতে পারেন ওপেনার উপল থারাঙ্গা।

তার জন্য লঙ্কান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে টূর্ণামেন্টের ট্যাকনিক্যাল কমিটির কাছে আবেদন করেছে।


মেন্ডিসের বর্তমান মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার সুস্থ হতে এখনও ১০ দিনের বেশী লাগতে পারে। মেন্ডিস এর আগে দলের প্রথম দুই ম্যাচেই ছিলেন। তিনি ম্যাচ দুটিতে ১৩ রানের পাশাপাশি তিনটি উইকেট নিয়েছিলেন।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে সফরে থারাঙ্গা দলের সঙ্গী ছিলেন। তবে খারাপ পারর্ফম করে বিশ্বকাপ দর থেকে ছিটকে পড়েন। অন্যদিকে ২০১৪ সালে পাঁচটি ম্যাচ খেলে ২২.২০ গড়ে মাত্র ১১১ রান করেছিলেন। তবে সম্প্রতি ঘরোয়া লিগে আবারো ভালো খেলে দলে আসার চেষ্টায় আছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।