ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার আগে মেলবোর্নে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ অধিনায়ক।
মাশরাফি জানিয়ে দিলেন, শ্রীলঙ্কা দল নিয়ে তারা ভাবছেন না। তাদের ভাবনা শুধু নিজেদের নিয়েই। তবে তার ভাবনার পেছনের যুক্তিও তুলে ধরলেন বেশ সাবলীলভাবেই, ‘দেখুন ওদের নিয়ে ভেবে কি হবে? এক সাঙ্গাকারার রেকর্ডের দিকে তাকান, তার রানের দিকে তাকাতে গেলেই ওকে নিয়েই বাড়তি টেনশন করতে হবে। তাই ওদের নিয়ে না ভেবে নিজেদের খেলার দিকে মনোযোগ দিলেই ভালো হবে। ’
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে জয়ের কাছাকাছি গিয়ে হেরে গিয়েছিল টাইগাররা।
গত বছরের শুরুর কথা মনে করিয়ে দিতে নড়াইল এক্সপ্রেসের সোজা উত্তর, ‘আমরা অতীত নিয়ে ভাবছি না। ওদেরকেও আমরা হারিয়েছি। কিন্তু এসব ভেবে এখন লাভ নেই। আমরা শুধু পরের ম্যাচ নিয়ে ভাবছি। ’
মাশরাফির চাওয়া সবাই যেন মাঠে পরিকল্পনাগুলো কাজে লাগায়। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি চাইবো সবাই যেন নিজ নিজ পরিকল্পনা কাজে লাগায়। যে ব্যাটিং করবে কিংবা বোলিং করবে তার নিজস্ব পরিকল্পনা আছে। সেগুলো কাজে লাগাতে পারলে আশা করি ভালো ফল হবে। ’
বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫