শ্রীলঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস হামস্ট্রিং ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছে ওপেনার উপল থারাঙ্গা।
মঙ্গলবার অনুশীলনের সময় হামস্ট্রিং ইনজুরি আক্রান্ত হয় মেন্ডিস। বদলি খেলোয়াড়ের জন্য অনুমতি চেয়ে আইসিসির কাছে আবেদন করা হয়। পরে অনুমতি পাওয়ায় উপল থারাঙ্গাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান নির্বাচকরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলর্বোনে গ্রুপ ‘এ’ এর ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরই মধ্যে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে এবং আফগানিস্তানের সঙ্গে জয় পেয়েছে।
৩০ বছর বয়সী থারাঙ্গা ১৭৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৩.৫৭ গড়ে ৫ হাজার ৩৩৯ রান করেছে। এর মধ্যে ১৩টি শতক ও ২৮টি অর্ধশতক রয়েছে। গত নভেম্বর ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫