একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) দ্রুততম দেড়শ রানের রেকর্ডও গড়েছেন ক্ল্যাসিক ব্যাটসম্যান খ্যাত এবি ডি ভিলিয়ার্স।
বিশ্বকাপের এগারোতম আসরের ১৯তম ম্যাচে ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে তিনি এ রেকর্ড গড়েন।
৫২ বলে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম শতকের পর ৬৪ বলে দেড়শ রান করেন ভিলিয়ার্স। যা ওডিআইয়ের দ্রুততম দেড়শ।
শেষ পর্যন্ত ৬৬ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ভিলিয়ার্স।
এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন বাংলাদেশের বিপক্ষে ৮৩ বলে দেড়শ রান করেছেন। ২০০৬ সালে সানাৎ জয়সুরিয়া ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ বলে দেড়শ রান করেছিলেন।
জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসের সবচেয়ে দ্রুততম শতক করেন এবি ডি ভিলিয়ার্স। শতরান পূর্ণ করতে তিনি মাত্র ৩১ বল খেলেছেন। আর একই ম্যাচে ১৬ বলে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও করেছেন।
** ৬৬ বলে ভিলিয়ার্সের ১৬২
** ৫২ বলে ভিলিয়ার্সের শতক
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫/আপডেটেড ১৫৩৫