ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লংকান-ইংলিশ ম্যাচের ভেন্যু

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
লংকান-ইংলিশ ম্যাচের ভেন্যু

ঢাকা: ওয়েলিংটনে ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার (০১ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা।

তিন ম্যাচে ইংল্যান্ডের জয় একটি।

সমান সংখ্যক ম্যাচে শ্রীলংকার জয় দুটি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে দুদলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইংল্যান্ডের জন্য তো বটেই। তবে এ ম্যাচে অধিপত্য থাকতে পারে পেসারদের। হতে পারে পেস সহায়ক উইকেট। আর তাই তো লংকান-ইংলিশ ম্যাচের এ মাঠকে পেস সহায়ক ভেন্যুই বলা হচ্ছে। তবে বিশ্লেষকদের যে ধারণাই হোক, বাকি উত্তরটা খেলাতেই পাওয়া যাবে।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৩ সালে। সাড়ে ৩৩ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামটিতে প্রথম খেলা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠার ৭ বছর পর। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সে ওয়ানডে হয় ২০০০ সালের ৮ জানুয়ারি।

এটি মূলত একটা রাগবি স্টেডিয়াম। তারপরও সর্বধরণের খেলাধূলার জন্য সমান উপযোগী স্টেডিয়ামটি পাহাড়ের ওপর অবস্থিত। বৃষ্টির উৎপাতে বিভিন্ন সময় ম্যাচ বাতিল অথবা পরিত্যক্ত হওয়া এ মাঠে কমন ফেক্টর। নিউজিল্যান্ডের অন্য স্টেডিয়ামগুলোর মতো পেসাররা এখানে সহায়তা পান বরাবরই। এবারের বিশ্বকাপের একটি কোয়ার্টার ফাইনাল এ মাঠে অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর মধ্যে- নিউজিল্যান্ড-ইংল্যান্ড (২০ ফেব্রুয়ারি), ইংল্যান্ড-শ্রীলঙ্কা (০১ মার্চ), দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত (১২ মার্চ)।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।