ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাচ্ছে ইংলিশরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাচ্ছে ইংলিশরা সংগৃহীত

ঢাকা: ওয়েলিংটনে পুল এ’র ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের নেমে অনেকটা স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালাচ্ছেন দুই ইংলিশ ওপেনার মঈন আলী ও ইয়ান বেল। শেষ পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ০৭ ওভার শেষে বিনা উইকেটে ৫১ রান।



দলীয় ৩ ওভার ৫ বলে হতে পারতো ইংলিশদের একটি উইকেটের পতন কিন্তু লাকমালের বলে ইয়ান বেলের উড়িয়ে মারা সে ক্যাচ মিস করেন চান্দিমাল।

এরআগে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার (০১ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ইংল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার এ খেলা শুরু হয়।

পুল-এ’র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলংকা। তবে ইংলিশদের অবস্থা খুবই নাজুক। তাদের অবস্থান তলানিতে থাকা স্কটল্যান্ডের এক ধাপ ওপরে। এরআগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পায় লংকানরা। অপরদিকে ইংলিশদের একমাত্র জয় আন্ডারডগ স্কটিশদের বিপক্ষে।

শ্রীলংকা একাদশ: তিলেকারাত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, উপুল থারাঙ্গা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল ও লাসিথ মালিঙ্গা।

ইংল্যান্ড একাদশ: ইয়ান বেল, মঈন আলী, গ্যারি ব্যালান্স, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, ক্রিস উকস, স্টিভেন ফিন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘন্টা, মার্চ ০১, ২০১৫/আপডেট: ০৪৩০ ঘণ্টা

** টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
** লংকান-ইংলিশ ম্যাচের ভেন্যু
** লংকা-ইংলিশ ম্যাচে আম্পায়াররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।