ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপার দৌড়ে ঢাকা-খুলনা-রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
শিরোপার দৌড়ে ঢাকা-খুলনা-রংপুর

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ড আগামি সোমবার (০৯ মার্চ) অনুষ্ঠিত হবে। এই রাউন্ড শেষেই নির্ধারিত হবে শিরোপাজয়ী দল কোনটি।

৯৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। খুলনার সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে আছে রংপুর ও ঢাকা বিভাগ।

ফলে, শিরোপা জয়ের লড়াই হবে ঢাকা, খুলনা ও রংপুরের মধ্যে। আগামিকাল দেশের চারটি ভেন্যুতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে অংশগ্রহণকারী আট দল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে খেলবে পয়েন্ট টেবিলের তিন নম্বর দল ঢাকা বিভাগ। একই দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট ও বরিশাল।

বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে ঢাকা মেট্টোর মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই নম্বর দল রংপুর বিভাগ। এছাড়া বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষ দল খুলনা বিভাগের বিপক্ষে খেলবে সবচেয়ে তলানীতে থাকা চট্টগ্রাম বিভাগ।  

সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।