ঢাকা: শিরোপা জয়ের শেষ লড়াইয়ে শুভাগত হোমের সেঞ্চুরিতে (১১১) প্রাথমিক চাপ সামলে ভালো অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন শেষ সাত উইকেটে ২৭৯ রান তুলেছে পয়েন্ট টেবিলের তিন নম্বর দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে মোহাম্মদ শরিফের দল। ৪৩ রান তুলতেই টপঅর্ডারে তিন উইকেট হারালে সেখান থেকে দলকে টেনে তোলেন শুভাগত হোম। চতুর্থ উইকেটে জনি তালুকদারকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন শুভাগত। দলীয় ১৩৮ রানে জনি তালুকদার (৪৩) বিদায় নেন।
এর পর নাদিফ চৌধুরীকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন শুভাগত। দলীয় ২৩০ রানে দিনের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন শুভাগত। আউট হওয়ার আগে ১০৮ বলে ১১১ রানের ইনিংস খেলেন। ১৪টি চার ও দু’টি ছক্কায় ইনিংসটি সাজান শুভাগত।
নাদিফ চৌধুরী খেলেছেন ৫৯ রানের ইনিংস। সগির হোসেন ২৪ ও মোশাররফ হোসেন ৪ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন।
রাজশাহীর সানজামুল ইসলাম তিনটি ও ফরহাদ রেজা দু’টি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫