ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশ ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে একাদশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছে গেল বাংলাদেশ। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ইংলিশদের।



এদিন প্রথমে ব্যাট করা টাইগাররা মাহমুদুল্লাহ’র অসাধরণ সেঞ্চুরিতে সাত উইকেট হারিয়ে ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায়। আর পরে ব্যাট করতে নামা ইয়ন মরগান বাহিনী ২৬০ রানেই গুটিয়ে যায়।

এদিকে এ ম্যাচ জিতে পুল‘এ’তে তৃতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ। সেই সঙ্গে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ‍নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরেই মাশরাফিদের স্থান। টাইগাররা বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে।

অজিদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত। আর আফগানিস্তান, স্কটল্যান্ডের পর ইংলিশদের বিপক্ষে জয়। দলটির বর্তমান পয়েন্ট সাত।

এ তালিকায় নিজেদের পাঁচ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। আর পাঁচ ম্যাচে বাংলাদেশের মত তিনটি জয়, একটি হার ও এক ম্যাচ পরিত্যাক্ত হওয়া ‍অস্ট্রেলিয়া রান রেটে এগিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।