ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১ রানের জন্য শতক মিস ডি ভিলিয়ার্সের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
১ রানের জন্য শতক মিস ডি ভিলিয়ার্সের

ঢাকা: ১১তম বিশ্বকাপ আসরে এসে রেকর্ড গড়ে দ্রুততম দেড়শ’ রানের পর আবার সেঞ্চুরির পথে যাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে মাত্র ১ রানের জন্য সে পথ তার হলো না!

৮২ বলে ৯৯ রান করে দলীয় ৪২.২ ওভারে কামরান শাহজাদের শিকার হন ডি ভিলিয়ার্স।

ক্যাচ আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। এতে মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের ২১তম শতক হাত ছাড়া হলো প্রোটিয়া অধিনায়কের।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় বিশ্বকাপের ৩৬তম ম্যাচে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে আবর আমিরাতের (ইউএই) বিপক্ষে পুল বি’র ম্যাচে ডি ভিলিয়ার্স ৯৯ রানে আউট হন।

এ ম্যাচের আগে ১৮৪টি ম্যাচ খেলে ৭ হাজার ৭শ’ ৭৭ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। তার ব্যাটিং গড় ৫২.৯০। সর্বোচ্চ রান অপরাজিত ১৬২ (চলতি বিশ্বকাপে)।

এ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২৭ ফেব্রুয়ারি) ৬৬ বলে অপরাজিত ১৬২ রান করে ডি ভিলিয়ার্স খেলেন অধিনায়কোচিত ইনিংস। অপরাজিত ১৬২ রানের ইনিংসটি ১৭টি চার ও ৮টি ছক্কায় সাজানো ছিল। তার ১১৬ রানই আসে চার-ছক্কা থেকে। ২২টি এক ও ১২টি দুই রানও নেন ডি ভিলিয়ার্স।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।