ঢাকা: ১১তম বিশ্বকাপ আসরে এসে রেকর্ড গড়ে দ্রুততম দেড়শ’ রানের পর আবার সেঞ্চুরির পথে যাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে মাত্র ১ রানের জন্য সে পথ তার হলো না!
৮২ বলে ৯৯ রান করে দলীয় ৪২.২ ওভারে কামরান শাহজাদের শিকার হন ডি ভিলিয়ার্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় বিশ্বকাপের ৩৬তম ম্যাচে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে আবর আমিরাতের (ইউএই) বিপক্ষে পুল বি’র ম্যাচে ডি ভিলিয়ার্স ৯৯ রানে আউট হন।
এ ম্যাচের আগে ১৮৪টি ম্যাচ খেলে ৭ হাজার ৭শ’ ৭৭ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। তার ব্যাটিং গড় ৫২.৯০। সর্বোচ্চ রান অপরাজিত ১৬২ (চলতি বিশ্বকাপে)।
এ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২৭ ফেব্রুয়ারি) ৬৬ বলে অপরাজিত ১৬২ রান করে ডি ভিলিয়ার্স খেলেন অধিনায়কোচিত ইনিংস। অপরাজিত ১৬২ রানের ইনিংসটি ১৭টি চার ও ৮টি ছক্কায় সাজানো ছিল। তার ১১৬ রানই আসে চার-ছক্কা থেকে। ২২টি এক ও ১২টি দুই রানও নেন ডি ভিলিয়ার্স।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫