ঢাকা: ৩৪২ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী সংযুক্ত আবর আমিরাত। উইকেটরক্ষক ব্যাটসম্যান স্বপ্নিল পাতিল ও শায়মান আনোয়ারের ৫৪ রানের জুটিতে দলীয় শতক পূর্ণ করেছে নবীন এ দলটি।
প্রতিবেদন লেখা পর্যন্ত আমিরাতের সংগ্রহ ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০২ রান। তবে রান রেট ততটা ভালো নয় আমিরাতের। লক্ষে পৌঁছাতে ওভার প্রতি তাদের চাই প্রায় ১১ রান করে।
দ্রুত আমিরাতের সব উইকেট তুলে নিতে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা তাদের ছয়জন বোলার ব্যবহার করেছে। তারা হলেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, জেপি ডুমিনি, ফারহান বেহেদ্রিন ও ইমরান তাহির।
এরআগে, পরপর দুই উইকেটের পতল ঘটে চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত। ১২.২ ওভারে মরকেলের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নিলেন খুররম খান। ১৭ বলে ১২ রান করেন তিনি। ১১.৪ ওভারে দলীয় ৪৫ রানের মাথায় জেপি ডুমিনি ফেরান আমজাদ আলীকে। আউট হওয়ার আগে তিনি করেন ৩৬ বলে ২১ রান। তার আগে ৬.৪ ওভারে পেসার মরনে মরকেলের বাউন্সি বলে অসাধারণ একটি ক্যাচে আউট হন আন্দ্রি বেরেনগার। ক্যাচটি ধরেন রিলে রুশো।
ম্যাচে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়াসের ৯৯ ও শেষ দিকে ফারহান বেহেদ্রিনের ৩১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে।
ম্যাচে সর্বোচ্চ ৯৯ রান আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। ৮২ বলে ৯৯ রান করে দলীয় ৪২.২ ওভারে কামরান শাহজাদের শিকার হন ডি ভিলিয়ার্স। ক্যাচ আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। এতে মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের ২১তম শতক হাত ছাড়া হলো প্রোটিয়া অধিনায়কের।
ম্যাচে আমিরাত তাদের সাতজন বোলার ব্যবহার করেছে। তারা হলেন, মোহাম্মদ নাভিদ, শায়মান আনোয়ার, আমজাদ জাভেদ, মোহাম্মদ তৌকির, ফাহাদ আলহাশমি, কামরান শাহজাদ ও খুররম খান। ৬৩ রানে তিন উইকেট নিয়ে মোহাম্মদ নাভিদ এ ম্যাচে আমিরাতের সফল বোলার।
আন্ডারডগ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে শুরুর মাঝারি ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলীয় ১০৮ রানের জুটি গড়েন এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। এ জুটিতে অনেকটা শক্ত অবস্থান পায় প্রোটিয়ারা।
দলীয় ১৮ ওভার ২ বলে রিলে রুশো ইউএই অধিনায়ক অফ স্পিনার মোহাম্মদ তৌকিরের বলে কট অ্যান্ড বোল্ড হন। ফেরার আগে তার সংগ্রহ ৪৯ বলে ৪৩ রান। তার আগে ১৫.৬ ওভারে আমজাদ জাভেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন কুইন্টন ডি কক। আর সেই সঙ্গে দ্বিতীয় উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। আউট হওয়ার আগে ৪৫ বলে ২৬ রান করেছিলেন ডি কক। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে কৌশলেই ব্যাট চালাচ্ছিলেন প্রোটিয়া দুই ওপেনার ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। তবে ২ ওভার ৫ বলে মোহাম্মাদ নাভিদের বল উড়িয়ে মারতে গিয়ে দলীয় ১৭ রানে ক্যাচ আউট হন আমলা। সাজঘরে ফেরার আগে তার সংগ্রহ ১৬ বলে ১২ রান।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় বিশ্বকাপের ৩৬তম ম্যাচে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে মাঠে নামে পুল বি’র এ দুই দল। প্রোটিয়ারা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় মাঠে নেমেছে। আর পঞ্চম ম্যাচে মাঠে ইউএই।
এরআগে এবি ডি ভিলিয়ার্স বাহিনী নিজেদের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আর হেরেছে দুটি ম্যাচে। তবে নিজেদের প্রথম চারটি ম্যাচেই হেরে পুল-বি’র পয়েন্ট টেবিলের তলায় রয়েছে মুরুর দেশ আমিরাত।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
** পরপর দুই উইকেট পতন আমিরাতের
** মরকেলের বলে আমিরাতের প্রথম উইকেটের পতন
** ৩৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে আমিরাত
** আমিরাতকে ৩৪২ রানের টার্গেট প্রোটিয়াদের
** নাভিদের তৃতীয় শিকারে ফিরলেন ডুমিনি
** শত রানের জুটি ভেঙে ডেভিড মিলার ফিরলেন
** ডি ভিলিয়ার্স-মিলারের শত রানের জুটিতে প্রোটিয়াদের ২০০ পার
** ডি ভিলিয়ার্স-মিলারের ব্যাটে প্রোটিয়াদের দেড়শ পার
** ৩ উইকেট হারিয়ে শতক পার প্রোটিয়াদের
** প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটের পতন
** সাড়ে ৬ গড়ে অর্ধশত পার প্রোটিয়াদের
** ছন্দপতন প্রোটিয়াদের, সাজঘরে আমলা
** প্রোটিয়া ওপেনার আমলা-ডি কক ব্যাটিংয়ে
** টসে হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
** ১ রানের জন্য শতক মিস ডি ভিলিয়ার্সের