ঢাকা: নিউজিল্যান্ড মানেই বাংলাদেশর জন্য সুখস্মৃতি! ২০১২ ও ২০১৪ সালের দুই সিরিজেই বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। দু’দলের শেষ সাত বারের দেখায় অপরাজিত বাংলাদেশ (৭-০)।
জয় ধরা না দিলেও ভালো ক্রিকেট খেলে কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাস জিইয়ে রাখাই লক্ষ্য প্রত্যয়ী বাংলাদেশ দলের।
নিউজিল্যান্ড দল রয়েছে চূড়ান্ত ফর্মে। টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপে অপরাজিত তারা। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে প্রথমবারের মতো অপরাজিত থেকে প্রথম পর্ব শেষ করবে ব্ল্যাকক্যাপসরা।
হ্যামিল্টনের সেডন পার্কে শুক্রবার (১৩ মার্চ) পুল ‘এ’র ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দু’দল।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, আমরা জয়ের জন্য খেলব। প্রতিপক্ষকে ২০০ রানের মধ্যে বেঁধে ফেলার সামর্থ্য আমাদের দলের বোলারদের রয়েছে। সেই সঙ্গে আগে ব্যাট করে ৩০০ প্লাস স্কোর গড়ার ক্ষমতাও ব্যাটসম্যানদের রয়েছে।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশর শক্ত প্রতিপক্ষ ব্ল্যাক্যাপসরা। ওদের (নিউজিল্যান্ড) মাটিতে জয় নেই বাংলাদেশ দলের। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সবগুলোতেই হার টাইগারদের।
ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মোট ২৫ বার দেখা হয়েছে। নিউজিল্যান্ডের জয় ১৬টিতে, বাংলাদেশের জয় ৮টিতে। বাংলাদেশের সবগুলো জয়ই দেশের মাটিতে। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ছয় ম্যাচেই জিতেছে কিউইরা। নিরপেক্ষ ভেন্যুতে হওয়া বাকি পাঁচ ম্যাচেও জয় কিউইদের।
নিউজিল্যান্ডের মাটিতে পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে কথা বললেও এ ম্যাচে জয় আদায় করে নেওয়া অসম্ভব নয়। ইংলিশ-বধের আত্মবিশ্বাস এ ম্যাচে প্রয়োগ হলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়টি কাল তুলেও নিতে পারে মাশরাফি বাহিনী। বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে সামনে আনছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের দলের আত্মবিশ্বাস তুঙ্গে। আমাদের লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনাল। সেখানে আমরা পৌঁছে গেছি। আমাদের ছেলেরা ইংল্যান্ডকে হারিয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এ আত্নবিশ্বাস পরের ম্যাচে কাজে দেবে।
নিউজিল্যান্ড দলে কালকের ম্যাচে একটি পরিবর্তন আসতে পারে। অ্যাডাম মিলনের জায়গায় দলে আসতে পারেন বাঁহাতি পেসার মিচেল ম্যাকক্লেঘান। বাংলাদেশ একাদশেও একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশের দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
নিউজিল্যান্ডের একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, অ্যাডাম মিলনে/মিচেল ম্যাকক্লেঘান ও টিম সাউদি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫