ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে ইংলিশরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
টস জিতে বোলিংয়ে ইংলিশরা

ঢাকা: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে আর কিছু পরেই মাঠে নামবে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দুই দল ইংল্যান্ড এবং আফগানিস্তান। টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।



২০১৫ বিশ্বকাপের পুল ‘এ’র পয়েন্ট টেবিলে সমান দুই পয়েন্ট নিয়ে এক কাতারেই রয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান। সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় শেষ হয়ে গেছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে ইংলিশরা। আফগানিস্তানের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা শেষ হয়েছে আরো আগেই।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি আফগানিস্তানের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে খেলেছিল আফগানরা।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ইয়ান বেল, রবি বোপারা, অ্যালেক্স হ্যাল, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, জেমস ট্রেডওয়েল, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগারর স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।