ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
রিয়াদের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ছবি: সংগৃহীত

পর পর দু’ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ খেলায় শুক্রবার (১৩ মার্চ) হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন রিয়াদ।



গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি (১০৩) করেছিলেন তিনি।

শুরু থেকেই রিয়াদ কিউই বোলারদের শাসন করতে থাকেন। ৮টি বাউন্ডারি এবং দৃষ্টিনন্দন দুটি ওভার বাউন্ডারির সাহায্যে  ১১১ বলে শতরান পূর্ণ করেন তিনি।

একদিনে আন্তর্জাতি ম্যাচে পর পর দু’ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব বাংলাদেশের আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।