ঢাকা: দলীয় ৩৩ রানে তিন উইকেট খোয়ানোর পর বিপাকে পড়া জিম্বাবুয়েকে পথ দেখানো চতুর্থ উইকেট জুটি ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৯৩ রানের শক্ত জুটি ভেঙে সাজঘরে ফেরার আগে শন উইলিয়ামস খেলে গেছেন ৫০ রানের ঝলমলে ইনিংস।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত টেইলর ক্রিজে আছেন ৮২ রানে। দলীয় সংগ্রহ ৩৬ ওভার ১ বলে ১৬৪ রান।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খোয়ায় জিম্বাবুয়ে। দলীয় ৩৩ রানে দুই ওপেনারসহ টপঅর্ডারের তিন উইকেট হারানোর পর ধুঁকতে থাকে টেস্ট খেলুড়ে দলটি। এমন পরিস্থিতি সামলে ৯৩ রানের কার্যকর জুটি গড়েন টেইলর ও উইলিয়ামস। দু’জনই প্রায় একইসময়ে অর্ধশতক পূরণ করেন।
ভারতের হয়ে উইকেট চারটি নিয়েছেন মোহাম্মদ সামি, উমেশ যাদব, মোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।
গ্রুপ পর্বে উভয় দলের এ শেষ লড়াই নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় বাংলাদেশ সময় শনিবার (১৪ মার্চ) সকাল ৭টায়। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ভারতের হয়ে প্রথম বোলিং করেন মোহাম্মদ সামি। আর জিম্বাবুয়ের হয়ে ইনিংস গোড়াপত্তন করেন মাসাকাদজা-চিবাবা।
ভারত-জিম্বাবুয়ে ওয়ানডেতে এর আগে ৫৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪৪ ম্যাচে জিতেছে ভারত। আর ১০ জয় রয়েছে জিম্বাবুয়ের। বাকি দু’টি ম্যাচ টাই হয়েছে।
নিউজিল্যান্ডের মাটিতে ভারত-জিম্বাবুয়ে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ১৯৯২ বিশ্বকাপে হ্যামিল্টনের সে ম্যাচে ডিএল হাফটনের দলকে হারিয়ে দিয়েছিল আজহার উদ্দিনরা।
ভারত একাদশ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।
জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), চামু চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তিনাশে পানইয়াঙ্গারা, তাওয়ান্ডা মুপারিওয়া ও তেন্দাই চাতারা।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫