ঢাকা: অকল্যান্ডে জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে জিম্বাবুইয়ানদের হয়ে সর্বোচ্চ সংখ্যক শতকের রেকর্ড গড়লেন টেইলর।
দলীয় ২৩৫ রানের মাথায় মোহিত শর্মার বলে ১৩৮ রান করে প্যাভিলিয়নের ফেরেন টেইলর। ৯৯ বল মোকাবেলায় ১১টি চার ও দুই ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ও বিশ্বকাপের দ্বিতীয় শতক তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন টেইলর।
জিম্বাবুয়ের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে দু’টি সেঞ্চুরি পেলেন টেইলর। এছাড়াও সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যালিস্টার ক্যাম্পবেলকে ছাড়িয়ে রেকর্ড আটটি ওয়ানডে শতক হাঁকান ২৯ বছর বয়সী টেইলর।
বিশ্বকাপের এক আসরে জিম্বাবুয়ের একমাত্র ব্যাটসম্যান হিসেবে চারশ বা এর বেশি রানের রেকর্ডও গড়েন টেইলর। গ্রুপ পর্বের ছয় ম্যাচ শেষে তার রান সংখ্যা ৪৩৩। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে জিম্বাবুইয়ানদের হয়ে সর্বোচ্চ ৩৬৭ রান করেছিলেন সাবেক বাঁহাতি ব্যাটসম্যান নেইল জনসন। এছাড়াও জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অ্যান্ডি ফ্লাওয়ার ও গ্রান্ট ফ্লাওয়ারের পরেই তিনে উঠে এসেছেন টেইলর।
গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ শেষে মাত্র একটিতে জয় পাওয়ায় আগেই টেইলর-মাসাকাদজাদের বিদায় নিশ্চিত হয়। তাই ধোনি-কোহলিদের বিপক্ষে শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। এই ম্যাচের মধ্য দিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটকে বিদায় জানাবেন টেইলর।
এর আগে ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেন জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান টেইলর। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মানুযায়ী এই চুক্তির কারণে জাতীয় দলে খেলতে পারবেন না টেইলর। তিন বছরের চুক্তি হলেও আর যে তার জাতীয় দলের হয়ে খেলা হবে না তা অনেকটাই নিশ্চিত। তাই আজকের ম্যাচ দিয়েই জিম্বাবুয়ে অধ্যায় শেষ করবেন টেইলর।
উল্লেখ্য, জিম্বাবুয়ের হয়ে ১৬৭টি ওয়ানডে ম্যাচে ৩৪.৮২ গড়ে ৫,২৫৮ রান করেছেন টেইলর। ওডিআই ক্যারিয়ারে ৩২টি হাফ সেঞ্চুরির পাশাপাশি আটটি শতক হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘন্টা, মার্চ ১৪, ২০১৫