ঢাকা: অকল্যান্ডে সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির অবিচ্ছিন্ন জুটিতে ছয় উইকেটের জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এর মধ্য দিয়ে গ্রুপ পর্বের ছয় ম্যাচেই অজেয় থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ধোনি-কোহলিরা।
ধোনি ও রায়নার অবিচ্ছিন্ন ১৯৬ রানের পার্টনারশিপে ভর করে আট বল হাতে রেখেই জয় তুলে নেয় গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। রায়না ১১০ ও ধোনি ৮৫ রানে অপরাজিত থাকেন। ৯৪ বল মোকাবেলায় আটটি চার ও চার ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন রায়না।
এটি ভারতের বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ ও রানের দিক থেকে ষষ্ঠ। ১৯৯৯ বিশ্বকাপে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ৩১৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়।
এর আগে ১৯৯৯ বিশ্বকাপে পঞ্চম উইকেট জুটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন অজয় জাদেজা ও রবিন সিং। ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ঐ ম্যাচে ১৪১ রানের পার্টনারশিপ করেছিলেন সাবেক এই দুই ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, মার্চ ১৪, ২০১৫