ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেরাথের অপেক্ষায় শ্রীলঙ্কা, সুস্থ হচ্ছেন ম্যাথিউস

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
হেরাথের অপেক্ষায় শ্রীলঙ্কা, সুস্থ হচ্ছেন ম্যাথিউস

ঢাকা: ইনজুরির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালিন মাঠের বাইরে যেতে হয়েছিল শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তবে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি।

কিন্তু কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও অনিশ্চিত স্পিনার রঙ্গনা হেরাথ।

গত শুক্রবার ভাঙা আঙ্গুলে সেলাই খেলা হয় হেরাথের। তবে অনুশীলন করতে পারেন নি তিনি। এ ব্যাপারে দলটির ম্যানেজার মিখায়েল ডি জয়সা বলেন, ‘আমরা তাকে আরো একদিন সময় বিশ্রামে রেখেছি। তবে খুব সম্ভবত আগামীকাল থেকে সে অনুশীলন করতে পারবে। ’ ইনজুরির কারণে দলের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেন নি হেরাথ।

এদিকে ম্যাথিউসের প্রসঙ্গ জয়সা বলেন, ‘সেও আজ অনুশীলন করতে পারেনি। তবে রোববার তাকে নেটে দেখা যাবে। ’ দলের এ দুই তারকা শ্রীলঙ্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথিউস অধিনায়কের পাশাপাশি বোলিং ও ব্যাটিংয়ে দারুণ ‍অবদান রাখেন। আর লঙ্কান স্পিন বোলিংয়ে কার্যকারী ভূমিকা রাখেন হেরাথ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।