ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ‘স্লেজিং’ করবেন জনসন!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
ভারতের বিপক্ষে ‘স্লেজিং’ করবেন জনসন!

ঢাকা: গত চার মাস ধরে অস্ট্রেলিয়ার মাটিতে থেকে নিজেদের ভালোই পাকাপোক্ত করেছে ভারতীয় ক্রিকেট দল। আর এবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শক্তিশালী এ দু’দল।



এদিকে খেলার মাঠে বাক যুদ্ধ(স্লেজিং)বা শরীরি ভাষায় প্রতিপক্ষের খেলোয়াড়দের কিভাবে শাসন করতে হয় তা ভালেই জানেন অজি ক্রিকেটাররা। তবে কম যান না ভারতীয় তরুণ ক্রিকেটাররাও।

এর আগে এ দু’দলের ক্রিকেটারদের মাঝে ক্রিকেট মাঠে প্রচুর স্লেজিংয়ের ঘটনা ঘটেছিল। তাই এবারও ভাবা হচ্ছে সেমিফাইনালে দু’দলের ক্রিকেটারদের খেলার বাইরেও অন্য একটি যুদ্ধ চলবে সেটি হলো স্লেজিং।

এদিকে শেষ চারের এ ম্যাচের আগে অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার জানিয়েছেন তিনি কোন রকম বাজে আচরণে জড়াবেন না। তবে অন্য দিকে দলের গতি তারকা মিচেল জনসন অবশ্য উল্টো পথে হাটবেন বলে জানিয়েছেন।

জনসন বলেন, ‘আমি শুনেছি ওয়ার্নার এ ধরণের আচরণের সঙ্গে সম্পৃক্ত হবেন না। তবে সে কোন ধরণের স্লেজিং না করলেও আমি করব। আমি মনে করি এটা খেলার একটা অংশ। কোয়ার্টার ফাইনালে শেন ওয়াটসন ও ওহাব রিয়াজের মাঝে দারুণ একটি প্রতিযোগিতা হয়েছিল। ’

তিনি ‍আরো বলেন, ‘আমি মনে করি এটা খেলার আনন্দদায়ক মুহূর্ত। আর সমর্থকরা সেমিফাইনালের ম্যাচে এমন আনন্দ উপভোগ করবে। আমি এটা করতে ভালোবাসি। আর আমি ম্যাচে এমনটি করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।