ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাঙ্গালুরুতে আরও চার জুয়ারি গ্রেফতার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
ব্যাঙ্গালুরুতে আরও চার জুয়ারি গ্রেফতার

ঢাকা: চলতি বিশ্বকাপকে ঘিরে জমে উঠেছে ক্রিকেট জুয়ারিদের রমরমা ব্যবসা। যেখানে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের জুয়ারিরা।

আরও চার ক্রিকেট জুয়ারিকে আটক করেছে ভারতের ব্যাঙ্গালুরু পুলিশ।

ব্যাঙ্গালুরুর পুলিশ কর্তৃপক্ষ জানায়, উত্তরাহালির প্রধান সড়কের একটি ভাড়া বাসা থেকে উক্ত চার জুয়ারিকে গ্রেফতার করা হয়। এ সময় তারা সেখানে জুয়ার কাজে নিয়োজিত ছিল।

পুলিশ কর্তৃপক্ষ আরও জানায়, ভাড়া করা সে বাসায় চার ক্রিকেট জুয়ারি নিউজিল্যান্ড এবং দ. আফ্রিকার মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ নিয়ে জুয়ার কাজে লিপ্ত ছিল। তারা প্রতিমাসে ২০ হাজার ভারতীয় রুপিতে সে বাসাটি ভাড়া নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সে বাসা থেকে তাদের আটক করা হয়।

এ সময় সে বাসা থেকে ২৭টি মুঠোফোন, এলসিডি টিভি, চারটি ল্যাপটপ এবং জুয়ার কাজে ব্যবহৃত বেশ কিছু ডাউনলোড সফটওয়ার।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।