ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালেও থাকছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
ফাইনালেও থাকছে চ্যাপেল-হ্যাডলি ট্রফি

ঢাকা: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে দলই চ্যাম্পিয়ন হবে তারা একই সঙ্গে বিশ্বকাপ ট্রফির পাশাপাশি জিতবে চ্যাপেল-হ্যাডলি ট্রফি। ২৯ মার্চ (রোববার) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

ভারতকে ৯৫ রানে হারিয়ে বিশ্বকাপের এগারটি আসরের মধ্যে সাতবারই ফাইনালে উঠার গৌরব অর্জন করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অপরদিকে, নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড।

এর আগে অকল্যান্ডে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে এক উইকেটে হারিয়ে চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতে নেয় নিউজিল্যান্ড। ২০০৪ সাল থেকে দু’দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ বা সিরিজ চ্যাপেল-হ্যাডলি ট্রফি নামে পরিচিত হয়ে আসছে।

উল্লেখ্য, ২০০৪-০৫ সাল থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিংবদন্তি গ্রেগ চ্যাপেল ও রিচার্ড হ্যাডলির নামকরণে ‘চ্যাপেল-হ্যাডলি ট্রফি’র যাত্রা শুরু হয়।
দু’দেশের মধ্যকার ওয়ানডে সিরিজ বা ম্যাচগুলো এই ট্রফির নামকরণে হয়ে থাকে। এখন পর্যন্ত আটটি সিরিজের মধ্যে অস্ট্রেলিয়া চারটিতে ও নিউজিল্যান্ড দু’টিতে জয়লাভ করে। বাকি দু’টি সিরিজ ড্র হয়।

ম্যাচের দিক থেকেও অজিরা এগিয়ে। ২৪ বারের দেখায় ১১ ম্যাচে অস্টেলিয়া ও ১০ ম্যাচে নিউজিল্যান্ড জয়লাভ করে। বাকি তিন ম্যাচ ড্র হয়।

২০০৪-০৫ থেকে ২০০৯-১০ পর্যন্ত প্রতি বছরই দু’দেশের মধ্যকার ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়ে আসছে। সিরিজগুলো তিন বা পাঁচ ম্যাচের হয়ে থাকে। এরপর আর কোনো সিরিজ হয়নি। আইসিসির ভবিষ্যৎ সূচী অনুযায়ী ২০১৬-১৭ সালের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার কোনো ওয়ানডে সিরিজ হবে না।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘন্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।