ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভেট্টরিকে রাজকীয় উপহার দিতে চান ম্যাককালাম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
ভেট্টরিকে রাজকীয় উপহার দিতে চান ম্যাককালাম

ঢাকা: ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে স্বতীর্থ ড্যানিয়েল ভেট্টরিকে রাজকীয় বিদায় উপহার দিতে চান নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ফাইনালের আগে এমন প্রত্যাশার কথা জানালেন কিউই দলপতি।



প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন ভেট্টরি। দ. আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের পরেই গণমাধ্যমকে এমনটা জানিয়েছিলেন ভেট্টরি। তারই প্রেক্ষিতে ম্যাককালাম জানালেন, ভেট্টরির বিদায়টা আমরা বেশ জমকালো করেই দিতে চাই।

ম্যাককালাম আরও যোগ করেন, ভেট্টরি আমাদের জন্য প্রতিটি ম্যাচেই অবদান রেখেছে। আশ্চর্য হলেও সত্যি সে তার জীবনের অর্ধেকটা সময়ই নিউজিল্যান্ডের জন্য ব্যয় করেছে।

ম্যাককালাম বলেন, ভেট্টরি নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জন্য আদর্শ। শুধু নিউজিল্যান্ড নয়, ভেট্টরি পুরো বিশ্বের একজন ক্রিকেট প্রতিনিধি। তার অসাধারণ অলরাউন্ড পারফর্ম কিউই ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে।

মাত্র ১৮ বছর বয়সে নিউজিল্যান্ডের জাতীয় দলে অভিষেক ঘটে ভেট্টরির। ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক ঘটে তার। এরপর থেকে তিনি দেশের জার্সি গায়ে খেলেছেন সর্বোচ্চ ম্যাচ। ওয়ানডে খেলেছেন ২৯৪টি, টেস্ট খেলেছেন ১১৩টি আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪টি। তিন ক্যাটাগরিতে তিনি পেয়েছেন মোট ৭০৫টি উইকেট।

আর চলতি আসরে নিউজিল্যান্ডকে ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মতো ফাইনালে তুলতে ভেট্টরি অসাধারণ অবদান রেখেছেন। আট ম্যাচে ৩.৯৮ গড়ে মোট ১৫ উইকেট নিয়েছেন অবসরের অপেক্ষায় থাকা ভেট্টরি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।