ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে আলো ছড়াবেন যারা

মোস্তফা শামীম, ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
ফাইনালে আলো ছড়াবেন যারা

ঢাকা: দেখতে দেখতে শেষ হয়ে আসলো ২০১৫ বিশ্বকাপ আসর। সমর্থকদের আকাঙ্ক্ষার প্রহর শেষ করে আগামীকাল ঐতিহাসিক মেলর্বোন ক্রিকেট গ্রাউন্ডে একাদশ বিশ্বকাপের ফাইনালে লড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

ফাইনালে ইতিহাসে দ্বিতীয়বারের মতো লড়তে যাচ্ছে স্বাগতিক দুই দেশ।

এদিকে ১১ বারের বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড সাতবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো অস্ট্রেলিয়া। তবে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে উঠলো প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড।

এবারের আসরে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে নিজেদের সবকটি ম্যাচ জিতে ফাইনালে নিশ্চিত করেছে কিউইরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ হারলেও বাকি ম্যাচগুলো দাপটের সঙ্গে জিতে মেলর্বোনে খেলতে যাচ্ছে মাইকেল ক্লার্ক বাহিনী।

এদিকে ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের মাঝে শুরু হয়েছে উত্তেজনা। এ ম্যাচে দু’দলেরই বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচটি নিজেদের করে নিতে পারেন।

নিচে পাঠকদের জন্য দু’দলের সেরা ছয়জন ক্রিকেটারের পরিচিতি তুলে ধরা হলো, যারা ফাইনালে আলো ছড়াতে পারেন।

১/ ব্রেন্ডন ম্যাককালাম: বিশ্বকাপের আগে কিছুটা বাজে ফর্মে থাকলেও আসর শুরু হবার সঙ্গেই কেমন যেন বদলে যান নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম। ২৪৮টি একদিনের ম্যাচ খেলা সাবেক এ উইকেটকিপার বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি করে কিউইদের আগের ম্যাচগুলোতে রেখেছেন অসাধারণ ভূমিকা। আসরে সর্বোচ্চ ১৯২ স্টাইক রেটে খেলা এ ওপেনার এখন পর্যন্ত করেছেন ৩২৮ রান। ব্যাটিংয়ের পাশাপাশি দারুণ ফিল্ডিং করা ম্যাককালাম ফাইনালেও দারুণ ভূমিকা রাখতে পারেন।

২/ স্টিভেন স্মিথ: ২০১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে লেগ স্পিনার হিসেবে অভিষেক হয় স্মিথের। তবে বর্তমানে দলের সেরা ব্যাটিং তারকা বনে যাওয়া এ ডানহাতি ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ইনিংস। তার ১০৫ রানের উপর ভর করে ফাইনাল নিশ্চিত করে অজিরা। এখন পর্যন্ত ৫৭ ওডিআই খেলা স্মিথ এবারের আসরে তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিসহ করেছেন ৩৪৬ রান। তাই ফাইনালেও নিজের সেরাটাই খেলতে পারেন এ অলরাউন্ডার।

৩/ মার্টিন গাপটিল: কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ২৩৭ রান করে দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় মাপের ক্রিকেটার। পাশাপাশি নিউজিল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে ৫৩২ রান করে সর্বোচ্চ রানের মালিকও এখন তিনি। আর মাত্র ১০ রান করলে গাপটিল পেছনে ফেলবেন এবারের আসরের সর্বোচ্চ রানের মালিক কুমার সাঙ্গাকারাকে। তাই ফাইনাল ম্যাচেও সমর্থকরা তার বড় একটি ইনিংসের আশা করতে পারে।     

৪/ গ্লেন ম্যাক্সওয়েল: ম্যাক্সওয়েলের কল্যাণে একদিনের ম্যাচ এখন অনেকটা টি-২০ ধাঁচের হয়ে গেছে। তিনি ব্যাটিংয়ে নামলে সমর্থকরা দেখতে পায় বড় বড় ছক্কার মার। তার ঝড়ো গতির ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া গড়ে ফেলে পাহাড়সম রান। ৩৩টি ওয়ানডে ম্যাচ খেলা ডানহাতি এ ব্যাটসম্যান এবারের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন অভিষেক সেঞ্চুরি। আর ফাইনালেও তার ব্যাটে ভর করে ম্যাচে জয় পেতে পারে অজিরা।

৫/ ট্রেন্ট বোল্ট: ক্যারিয়ারের প্রথম দিকে নিজেকে টেস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করা নিউজিল্যান্ডের এ বাঁহাতি ফাস্ট বোলার বিশ্বকাপে চমক সৃষ্টি করেছেন। সুইং ও গতিকে সম্বল করে ২১ উইকেট পাওয়া এ বোলার ইতোমধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের একাই ধ্বস নামান বোল্ট। তুলে নেন ২৭ রানের বিনিময় ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট। তাই ফাইনালে হয়তো তার বোলিংয়েই ম্যাচে এগিয়ে থাকতে পারে কিউইরা।

৬/ মিচেল স্টার্ক: গতি, সুইং আর ইয়র্কারের দিকে নজর দিয়ে বিশ্বকাপে অসাধারণ বোলিং করে যাচ্ছেন স্টার্ক। ইনিংসের শুরু আর শেষ দিকে ভয়ানক বোলিং করে বাঘা বাঘা ব্যাটসম্যানদের বুকে কাপন ধরিয়ে দিয়েছেন এ বাঁহাতি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ২০ উইকেট নিয়ে আছেন উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়। ফাইনালে অজিদের জয়ের পেছনে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন স্টার্ক।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।