ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে সেরা ১১ আবেদনময় ক্রিকেটার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
বিশ্বকাপে সেরা ১১ আবেদনময় ক্রিকেটার

ক্রিকেট মাঠে সুন্দর ব্যাটিং-বোলিং যেমন সবার নজর কাড়ে, তেমনি খেলোয়াড়দের নিজস্ব স্টাইলও অনেকের মনযোগ আকর্ষণ করে। এবারের বিশ্বকাপে তেমনই সেরা ১১ আবেদনময় ক্রিকেটারের পরিচিতি তুলে ধরা হল।

 

মিচেল জনসন
বয়স ৩৩ তাতে কি? এখনো দাপটের সঙ্গে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বধ করেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এ সুঠাম দেহী তার খেলোয়াড় সুলভ আক্রমণাত্মক আচরণের কারণেই সবার কাছে আকর্ষণীয়। এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে বাকযুদ্ধে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নিজে স্পোটর্স ম্যান, তাই জীবন সঙ্গীও পেয়েছেন একই ট্যাকের। তার স্ত্রী কারাতে খেলেন। তাদের রুবিকা এন নামে একটি কণ্যা সন্তান রয়েছে।

ব্রেন্ডন ম্যাককালাম
যখনই মিডিয়ার সামনে আসেন সুন্দর মিষ্টি হাসি ম্যাককালামের মুখে যেন লেগেই থাকে। আর খেলার মাঠে দলকে শক্ত হাতে নেতৃত্ব দিয়ে  প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নিয়ে এসেছেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টি ফরমেটে দুটি সেঞ্চুরির মালিক। নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক কাম ব্যাটসম্যানকে তার অনন্য খেলোয়াড়ি স্টাইলের কারণেই ভক্তরা বেশি পছন্দ করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তাকে সবাই বাজ নামে ডাকে। এই ক্রিকেটপটু মাঝে মাঝে রাগবিও খেলতে ভালোবাসে।

বিরাট কোহলি
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি আর কারো কাছে আকর্ষণীয় হোক বা না হোক আনুশকার কাছে কি তা বলার অপেক্ষ রাখে না। তবে তার অসাধারণ ব্যাটিং স্টাইলের প্রেমে আনুশকা ছাড়াও অনেকে হাবুডুবু খাচ্ছেন- এমনটা নিঃসন্দেহে বলা যায়। এখন পর্যন্ত ১৫৮টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ২২টি শতরান করেছেন, যা সত্যিই অসাধারণ।  

স্টিভেন ফিন
গ্লামার ম্যাগাজিনের মতে ইংল্যান্ডের বোলার স্টিভেন ফিন চায়ের সঙ্গে অতিরিক্ত চকলেট ও বিস্কৃট খেতে পছন্দ করেন। ছয় ফুট ৮ ইঞ্চি লম্বা ফিন এবারই বিশ্বকাপের প্রথমবারের মতো খেলেছেন। আর খেলেই তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন।

এঞ্জেলো ম্যাথুউস
শ্রীলঙ্কান ক্রিকেট দলের অধিনায়ক এঞ্জেলো ম্যাথিউসের শীতল চাহনীর মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন। ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার আইপিএল এ পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। শেষ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গ্যারি সোবার্স তার ক্রিকেট আইকন।

মাশরাফি বিন মুর্তজা
শরীরে এতগুলো অপারেশন নিয়েও দুর্দান্তভাবে দলকে সাপোর্ট দেওয়া খেলোয়াড় ক্রিকেট বিশ্বে দ্বিতীয়টি খুঁজে পাওয়া সত্যিই কঠিন। বলছি বাংলাদেশ দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা কথা। তার অসাধারণ অধিনায়কত্বের কারণে ১১তম বিশ্বকাপে বাংলাদেশ সবার প্রশংসা কুঁড়িয়েছে। যোগ্য নেতৃত্ব এবং আক্রমণাত্মক খেলোয়াড়ি মনোভাবের কারণে তিনি সবার কাছে আকর্ষণীয়।

রস টেলর
নিউজিল্যান্ডের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলর। বিয়েও করেছেন আরেক ক্রিকটোরকে। তার বাবাও ক্রিকেট খেলতেন। শান্ত স্বভাবের টেলরের ছোট চোখ এবং মুখে টোল পড়া সবার নজর কাড়ে। খেলার মাঠে তার ব্যাটিংও নজর কেড়েছে সবার। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডুনেডিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে তিনি তার প্রথম ও নিউজিল্যান্ডের পক্ষে ১৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে ডাবল-সেঞ্চুরি হাঁকান।

আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেট এবং ওডিআই ক্রিকেট খেলে থাকেন। তিনি মূলত একজন অলরাউন্ডার। রাসেলের ২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এবারও তিনি বিশ্বকাপে কেলেছেন। তবে খুব বেশি একটা ভাল করতে পারেননি।

ওহাব রিয়াজ
কোয়ার্টার ফাইনালে আগুর ঝরা বোলিংযে তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেট দুনিয়াকে। শুধু বোলিং দিয়েই নয়, তার আক্রমলাত্মক শরীরি ভাষাভঙ্গিতে আকর্ষিত হয় যে কেউ। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা ২৯ বছর বয়সী এ যুবকের দেড় লাখের বেশি টুইটার ফলোয়ার রয়েছে। এতেই বুঝা যায় কতটা আকর্ষণীয় তিনি। পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তী ওয়াসিম আকরাম তার আইডল।

পেট কামিন্স
এবারের বিশ্বকাপেই অভিষেক হয়েছে পেট কামিন্সের। ২১ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান দ্রুত গতির পেস বোলার এ বিশ্বকাপে ১৪৫ কি.মি. বেগে বল করে প্রতিপক্ষের হৃদয়ে কাপুনী ধরিয়েছেন। এ বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ খেলেই তিনি সবার নজর কেড়েছেন।

ম্যাক্স সরেনসেন
সরেনসেন জন্মগ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকায়, আর ক্রিকেট খেলেন আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে। দলগতভাবে ভাল খেলে এ বিশ্বকাপে জয় পেয়েছেন আয়ারল্যান্ড। গত জানুয়ারিতে আয়ারল্যান্ড দলের আরেক খেলোয়াড় টিম মুরতাগ ইনুজুরিতে পড়ায় দলে ডাক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।