ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি’র উদ্যোগে ঘরোয়া ওডিআই টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
বিসিবি’র উদ্যোগে ঘরোয়া ওডিআই টুর্নামেন্ট

ঢাকা: এপ্রিলে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান। তার আগে ক্রিকেটারদের প্রস্তুতি হিসেবে ঘরোয়া ওডিআই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অংশ হিসেবে এই লিস্ট-এ টুর্নামেন্টে চারটি দল অংশ নিবে। প্রত্যেকটি দল এক অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষে থাকা দু’টি দল ফাইনালে মুখোমুখি হবে। বিসিএলের চারটি অঞ্চলভিত্তিক (নর্থ, সেন্ট্রাল, সাউথ ও ইস্ট জোন) দলের হয়ে জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতি সাড়বেন।

এর মধ্যে নর্থ জোনের ফ্যাঞ্চাইজির দায়িত্বে আছে বিসিবি। বাকি তিন দলের মধ্যে সেন্ট্রাল জোনের ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন, সাউথ জোনের ফ্র্যাঞ্চাইজি প্রাইম ব্যাংক ও ইস্ট জোনের ফ্যাঞ্চাইজি ইসলামি ব্যাংক।

আগামী মাসের ১৫ তারিখ থেকে পাকিস্তানের সঙ্গে সিরিজ শুরু হওয়ার আগেই টুর্নামেন্টটি শেষ হবে। যা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হয়ে ১১ তারিখে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম অথবা ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম এই দু’টি ভেন্যুর যে কোনো একটিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই হবে ডে-নাইট।

এ প্রসঙ্গে বিসিবি’র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগের তিনটি ফ্যাঞ্চাইজির কারণেই মূলত নতুন ঘরোয়া টুর্নামেন্ট অায়োজনের সিদ্ধান্তটি নেওয়া। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ শুরু হওয়ার আগে এই টুর্নামেন্টটি খেলোয়াড়দের প্রস্তুতির জন্য কার্যকরী ভূমিকা রাখবে। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘন্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।