ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে সতর্ক স্মিথ-ক্লার্ক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
ব্যাটিংয়ে সতর্ক স্মিথ-ক্লার্ক

ঢাকা: দলীয় ৬৩ রানে দুই উইকেট খুইয়ে ফেলার পর যেকোনো ধরনের বিপর্যয় এড়াতে সতর্ক ব্যাটিং করছেন অস্ট্রেলিয়ান টপঅর্ডার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও দলপতি মাইকেল ক্লার্ক। ৬.৪ ওভার থেকে এ জুটির সংগ্রহ ৩২ রান।



প্রতিবেদনটি লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান। ক্রিজে স্মিথ খেলছেন ২৪ রানে, তার সঙ্গে ১৯ রানে আছেন ক্লার্ক। বিশ্বকাপ ফাইনাল ক্লার্কের সর্বশেষ ওয়ানডে ম্যাচও।

এর আগে, পঞ্চমবারের মতো শিরোপা জিততে নিউজিল্যান্ডের বেঁধে দেওয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ওপেনিং করতে নামেন ড্যাশিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

কিন্তু খেলতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই ‍সাজঘরের পথ ধরেন ফিঞ্চ। কিউই স্পিডস্টার ট্রেন্ট বোল্টের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ব্যাট-প্যাড গোছান তিনি।

তার বিদায়ের পর মাঠে নামেন সেমিফাইনালের নায়ক স্টিভেন স্মিথ। তাকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে মনোযোগ দেন ওয়ার্নার, গড়েন ৬১ রানের পার্টনারশিপ। তবে বলে বলে রান তুলতে থাকা ওয়ার্নারকে (৪৫) শেষ পর্যন্ত ১২তম ওভারে গ্র্যান্ট ইলিয়টের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান হেনরি।

ওয়ার্নারের উইকেট খোয়ানোর পর খেলতে নেমেই সতর্কতা দেখান ক্লার্ক ও আগে থেকে ক্রিজে থাকা স্মিথ।

বাংলাদেশ সময় রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার শিরোপা জয়ের মহারণে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

বড় সংগ্রহের আশায় তিনি সে সিদ্ধান্ত নিলেও তা গুঁড়েবালি হয়ে পড়ে। শুরুতেই ড্যাশিং ওপেনার ম্যাককালামকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৪৫ ওভার খেলে মাত্র ১৮৩ রান তোলে কিউই শিবির। মাঝে ১১১ রানের পার্টনারশিপ গড়ে কেবল সংগ্রহটা পৌনে দু’শো পার করেন রস টেইলর ও গ্র্যান্ট ইলিয়ট।

প্রথমবারের মতো ফাইনাল খেলতে নামা কিউইদের হয়ে সর্বোচ্চ ৮৩ রান আসে সেমিফাইনালের নায়ক ইলিয়টের ব্যাট থেকে। আর ৪০ রান করেন টেইলর। এছাড়া, নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানই অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।

কিউইদের ভুগিয়ে তিন উইকেট করে তুলে নেন অজি অলরাউন্ডার জেমস ফকনার ও স্পিডস্টার মিচেল জনসন। আর দুই উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। একটি উইকেট পান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

** বিপজ্জনক ওয়ার্নারকে ফেরালেন হেনরি
** চড়াও ওয়ার্নারের ব্যাট
** শুরুতেই ফিঞ্চকে ফেরালেন বোল্ট
** শিরোপা জয়ে ১৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে অজিরা
** ১৮৩ রানে ভেঙে গেল ‘কিউই ডানা’
** কিউইদের ইলিয়ট ‘ডানা’ ভাঙলেন ফকনার
** পাওয়ার প্লে’র শুরুতেই সাজঘরে টেইলর-কোরি-রঞ্চি
** টেইলর-ইলিয়টের ব্যাটে লড়াকু সংগ্রহের ইঙ্গিত
** টেইলর-ইলিয়টের ব্যাটে এগোচ্ছে কিউইরা
** সতর্ক ব্যাটিং টেইলর-ইলিয়টের
** সাজঘরে ফেরার মিছিলে গাপটিল-উইলিয়ামসনও
** ম্যাককালামের পর সাজঘরে গাপটিলও
** ধকল সামলাচ্ছেন গাপটিল-উইলিয়ামসন
** প্রথম ওভারেই সাজঘরে ম্যাককালাম
** ম্যাককালাম-গাপটিল জুটিতে কিউইদের সূচনা
** শিরোপা জিততে ব্যাটিং নিয়েছে কিউইরা
** ছয় সপ্তাহের ক্রিকেটযুদ্ধের ফয়সালা মেলবোর্নে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।