ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার, ডেপুটি সরফরাজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার, ডেপুটি সরফরাজ!

ঢাকা: ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাক অধিনায়ক মিসবাহ-উল-হক। বিশ্বকাপের একাদশ আসরের কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মিসবাহ ওয়ানডেকে বিদায় বলে দেন।

এদিকে আগামি মাসেই (এপ্রিল) বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। মিসবাহর স্থানে কে বসবে পাক ক্রিকেটের মসনদে তা নিয়ে চলছে আলোচনা। তবে শোনা যাচ্ছে, পাকিস্তান দলের ওয়ানডে অধিনায়ক হতে পারেন ৩০ বছর বয়সী আজহার আলি। আর আজহারের ডেপুটি (সহ-অধিনায়ক) হতে পারেন সরফরাজ আহমেদ।

গতকাল শনিবার ইএসপিএন ক্রিকইনফো জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান ওয়ানডে অধিনায়ক হিসেবে আজহারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিনই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে সরফরাজ আহেমেদ দেখা করেন। বোর্ডের একটি সূত্র থেকে জানানো হয়, তাদের মধ্যে পাকিস্তান দলের সহ-অধিনায়কত্ব নিয়ে আলোচনা হয়েছে।

পিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয়নি। তবে আগামিকাল সোমবার দেশটির ক্রিকেট বোর্ড এমন ঘোষণা দিতে পারে।

দেশের হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান। ২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান। এর পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ওয়ানডে ক্যারিয়ারে ১৪টি ওয়ানডেতে ৪১.০৯ গড়ে ৪৫২ রান করেন আজহার।

২০০৭ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় সরফরাজ আহমেদের। পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।  

বাংলাদেশ সময় ১৯২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।