ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একদিনের ক্রিকেটে ক্লার্কের রাজকীয় বিদায়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
একদিনের ক্রিকেটে ক্লার্কের রাজকীয় বিদায় মাইকেল জন ক্লার্ক / ছবি: সংগৃহীত

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে জীবনের শেষ ইনিংস খেলে ফেললেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল জন ক্লার্ক। বিশ্বকাপের ১১তম আসরের ফাইনালে ক্যারিয়ারের শেষ ইনিংসে ৭২ বলে ৭৪ রান সংগ্রহ করেন তিনি।

১০টি চার ও একটি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিলেও এতদিন ওয়ানডে ক্রিকেট খেলেছেন। তবে কত দু’বছর ধরে বারবার ইনজুরির শিকার হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারকে তাই দীর্ঘায়িত করতে এবার ছেড়ে দিলেন ওয়ানডে ক্রিকেটও।

একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ আসরকেই বেছে নেন মাইকেল ক্লার্ক।

ওয়ানডে ক্যারিয়ারে ২৪৫ ম্যাচ খেলে ২২৩ ইনিংসে ৪৪.৪২ ব্যাটিং গড়ে ৭৯৭৮ রান সংগ্রহ করেছেন মাইকেল ক্লার্ক। তার ক্যারিয়ারে রয়েছে ৮ শতক এবং ৫৮টি অর্ধশতক।


বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।