ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রেষ্ঠত্বের ম্যাচে সেরা ফকনার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
শ্রেষ্ঠত্বের ম্যাচে সেরা ফকনার জেমস ফকনার / ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী বোলিং নৈপূণ্য দেখিয়ে দলের জয়ে অবদান রাখার জন্য ম্যাচ সেরা হয়েছেন জেমস ফকনার। মেলবার্নে অনুষ্ঠিত ম্যাচে ৯ ওভার বল করে ৩ উইকেট নিয়েছেন তিনি।



নিউজিল্যান্ড দলের টেলর, এলিয়ট এবং এন্ডারসনকে ফিরিয়ে দিয়ে ব্যাটিং স্তম্ভ ভেঙে দেন ফকনার। এতেই অনেকটা ব্যাকপুটে চলে যায় কিউইরা। ফকনারের নেওয়া ওই তিন উইকেটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।

২০১৩ সালে ওডিআই ক্যারিয়ার শুরু করা ফকনার এ পর্যন্ত ৪৩টি ইনিংস খেলে নিয়েছেন ৫৭ উইকেট। আর ২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন।

ফকনারের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দিয়েছেন লিটল  মাস্টার শচীন টেন্ডুলকার।

রোববার ১১তম বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।