ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নজরকাড়া বোলিংয়ে টুর্নামেন্ট সেরা স্টার্ক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
নজরকাড়া বোলিংয়ে টুর্নামেন্ট সেরা স্টার্ক

বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বধ করাই বোলারদের কাজ। আর এ কাজটা ভালভাবে যারা করতে পারে তারাই সেরা হয়।

২০১৫ বিশ্বকাপে সেরাদের এ তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া দলের পেসার মিচেল স্টার্ক। এ বিশ্বকাপে সমান সংখ্যক উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ড দলের পেসার ট্রেন্ট বোল্ট। দু’জনেই নিয়েছেন ২২টি করে উইকেট।

তবে বোল্টের চেয়ে এক ম্যাচ কম খেলে ১০.১৮ গড়ে স্টার্ক ২২ উইকেট নিয়েছেন। এর মধ্যে এ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন মাত্র ২৮ রান দিয়ে। ওই ম্যাচে অজিরা এক উইকেটে হারলেও ফাইনালে ঠিকই জয় তুলে নিয়েছেন।

আর ফাইনাল ম্যাচে স্টার্ক নিয়েছেন ২ উইকেট। এছাড়াও স্কটল্যান্ডের বিপক্ষে ৪ এবং আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে দুটি করে উইকেট নেন তিনি।

২০১০ সালে ভারতের বিপক্ষে ২৫ বছর বয়সী এ যুবকের একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়। এ পর্যন্ত ৪০টি ওডিআই ম্যাচ খেলে ৮১ উইকেট নিয়েছেন স্টার্ক। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন পাঁচ বার।

অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেতে এসেই সবার নজর কেড়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ২০১৫ বিশ্বকাপে তিনি ২২ উইকেট সংগ্রহ করেন।

এর মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ উইকেটসহ দুই ম্যাচে ৭টি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৪টি, আফগানিস্তানের সঙ্গে ৩টি এবং শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি করে উইকেট পেয়েছেন।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় বাহাতি পেসার ট্রেন্ট বোল্টের। এ পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৪১টি উইকেট পেয়েছেন বোল্ট। এর মধ্যে ৫ উইকেট পেয়েছেন একবার এবং ৪ উইকেট দুইবার।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।