ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলানিউজের চোখে

বিশ্বকাপের সেরা একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
বিশ্বকাপের সেরা একাদশ

শেষ হলো ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর। কিউইদের কাঁদিয়ে বিশ্বমঞ্চের সেরার মুকুট পরলো অজিরা।

আগামী চার বছরের জন্য ক্রিকেটের শাসনভার এখন অস্ট্রেলিয়ার হাতে।

১৪ দেশের শিরোপার লড়াইয়ে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো বড় দলগুলো বিদায় নিলেও তাদের ক্রিকেটাররা রেখে গেছেন অসাধারণ কীর্তি। বাংলাদেশ ক্রিকেট দলের টাইগাররা বিশ্বমঞ্চে ছড়িয়েছেন আলো, বিশ্বকে শুনিয়েছেন বাঘের হুংকার।

ব্যাট হাতে যেসব ব্যাটসম্যান রূপকথা লিখেছেন, বোলিংয়ে যারা গতির আগুন ঝরিয়েছেন আর স্পিন ঘূর্ণিতে মাত করেছেন যারা, সেইসব পারফরমারদের নিয়ে বাংলানিউজ তৈরি করেছে এবারের সেরা একাদশ।

বাংলানিউজের সেরা একাদশ:
১. ব্রেন্ডন ম্যাককালাম, অধিনায়ক (নিউজিল্যান্ড)
২. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
৩. কুমার সাঙ্গাকারা, উইকেটরক্ষক (শ্রীলঙ্কা)
৪. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
৫. মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ)
৬. ব্রেন্ডান টেইলর (জিম্বাবুয়ে)
৭. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৮. ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)
৯. মোহাম্মদ সামি (ভারত)
১০. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
১১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

দ্বাদশ খেলোয়াড়: শিখর ধাওয়ান (ভারত)
কোচ: চন্ডিকা হাতুর‍াসিংহা (বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ)

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।