ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সেরা পাঁচ স্কোরার

সাঙ্গাকারা, গাপটিল, এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন টেইলর, শেখর ধাওয়ান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
সাঙ্গাকারা, গাপটিল, এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন টেইলর, শেখর ধাওয়ান

ঢাকা: ক্রিকেট, ব্যাট-বলের খেলা হলেও বিশ্বকাপের এবারের আসর শুরুর আগে বোলারদের আধিপত্যের ইঙ্গিত দিয়েছিলেন বোদ্ধারা। তবে কয়েক ম্যাচ অতিবাহিত হওয়ার পর উল্টো সুর পাওয়া যায়।



৩৮টি শতকের মাধ্যমে এগারোতম বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে নতুন জায়গা করে নিয়েছে। আর টানা চার শতকের মাধ্যমে শুধু বিশ্বকাপ নয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

২০১৫ বিশ্বকাপে ৬৮. ৩৭ গড়ে ৯ ইনিংসে ৫৪৭ রান করেছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। যা এ বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। ১৭ ছক্কা ও ৫৯ চারে তিনি এ রান সংগ্রহ করেন, সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ অপরাজিত।

১০৮ গড়ে সাত ইনিংসে ৪১২ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাঙ্গাকারা। লঙ্কান এ ব্যাটসম্যানের ছয় সাতটি ও চার রয়েছে ৫৭টি। সর্বোচ্চ ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে ১১৭ রান।

৪৮২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৯৬ গড়ে সাত ইনিংসে এ রান করেন তিনি। ২১ ছক্কা ও ৪৩ চারে বিশ্বকাপের তৃতীয় এ সংগ্রাহকের সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‍অপরাজিত ১৬২ রান।

পরপর দুই শতকের মাধ্যমে বিশ্বকাপে চতুর্থ স্কোরার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ৬ ইনিংসে ৭২ গড়ে মোট সংগ্রহ ৪৩৩ রান। ৪৩ চার ও ১২ ছয়ে এ রান করতে সর্বোচ্চ ইনিংসটি খেলেন ভারতের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস।

এবারের বিশ্বকাপে ৪১২ রান করে সর্বোচ্চ পাঁচ স্কোরারের তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় ব্যাটসম্যান শেখর ধাওয়ান। ৫১ গড়ে ৮ ইনিংসে এ রান করেন তিনি। ৯টি ছয় ও ৪৮টি চারে এ রান করতে সর্বোচ্চ ইনিংসটি খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ইনিংসটি ছিল ১৩৭ রানের।

এদিকে, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিক‍ায় নবম স্থানে রয়েছেন বাংলাদেশি মাহমুদুল্লাহ রিয়াদ। ছয় ইনিংসে ৭৩ গড়ে ৩৬৫ রান করেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১২৮ রানের ইনিংসের পাশাপাশি বিশ্বকাপে পরপর দু’টি শতকের রেকর্ড গড়েন তিনি।

বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।