ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারাইন না থাকলে খেলবে না কেকেআর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
নারাইন না থাকলে খেলবে না কেকেআর

ঢাকা: এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। আসন্ন এ লিগে নাও দেখা যেতে পারে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)।

শাহরুখ খানের দলটি এবারের আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে চলেছে।

ক্রিকেট পাগল দেশ ভারত সদ্য সমাপ্ত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয়। শোক কাটিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর নিয়ে বেশ নড়েচড়ে বসে। কিন্তু, আইপিএলের গুরুত্বপূর্ণ দল কলকাতা নাইট রাইডার্স এ আসরে থাকছে না, এমন খবরে এবারে ভারতীয় ক্রিকেট পাগলদের মন ভেঙে যেতে চলেছে।

তবে, এখন কলকাতা নাইট রাইডার্স থেকে এ ব্যাপারে নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। একটি সূত্র থেকে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার আর কলকাতার হয়ে খেলা সুনীল নারাইনকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে খেলার জন্য ছাড়পত্র দেওয়া না হয়, তবে এবারের আসরে কলকাতা অংশ নেবে না।

গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচে নারাইনের সন্দেহজনক বোলিং অ্যাকশন বিসিসিআই এর চোখে পড়ে৷ বেআইনি বোলিং অ্যাকশনের কারণে নির্বাসিত করা হয়েছিল ক্যারিবিয়ান এই স্পিনারকে৷

সূত্রটি হতে আরও জানা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে নারাইন নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু এরপর তাকে বোলিং অ্যাকশনের ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, নারাইনকে আরও একবার চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে বায়োমেকানিক্যাল টেস্ট দিতে হবে।

তবে, কলকাতা নাইট রাইডার্স কর্তপক্ষ তাতে রাজি নন। তারা জানিয়েছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি থেকে নারাইনকে ছাড়পত্র দেওয়া হলে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তাই নারাইনকে খেলতে দেওয়া না হলে এবারের আসরে তারা অংশ নেবে না।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।