ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি দলে পাকিস্তান বংশোদ্ভুত স্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
অজি দলে পাকিস্তান বংশোদ্ভুত স্পিনার ফাওয়াদ ‍আহমেদ

ঢাকা: অ্যাশেজ সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে অজিদের হয়ে টেস্টে অভিষেক ঘটবে অ্যাডাম ভোজেস, পিটার নেভিল ও পাকিস্তান বংশোদ্ভুত বাঁহাতি স্পিনার ফাওয়াদ ‍আহমেদের।



সদ্যই অস্ট্রেলিয়ার পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম নায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারকে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। নিয়মিত উইকেটরক্ষক ব্রাড হাডিনের ব্যাকআপ হিসেবে নেভিলকে রাখা হয়েছে। পেসার রায়ান হ্যারিসকে শুধুমাত্র অ্যাশেজ সিরিজের জন্য দলভুক্ত করা হয়েছে।

দু’বছর আগে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটার ফাওয়াদ ‍আহমেদ। শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিলের অবসরের পর ভালো মানের লেগ স্পিনার সংকটে ভোগে অস্ট্রেলিয়া। এ কারণেই টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩৩ বছর বয়সী এ ডানহাতি লেগ স্পিনার। এর আগে ২০১৩ সালে অজিদের হয়ে তিনটি ওডিআই ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ফাওয়াদ।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে জুলাইয়ের ৮ তারিখে। লন্ডনের কেনিংটন ওভালে আগস্টের ২০ তারিখে সর্বশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ০৫ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু’টি টেস্ট ম্যাচ খেলবে ক্লার্ক-স্মিথরা।

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), ফাওয়াদ আহমেদ, ব্রাড হাডিন, জস হ্যাজেলউড, রায়ান হ্যারিস, মিচেল জনসন, নাথান লিওন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, ক্রিস রজার্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।