ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিতর্কিত সিদ্ধান্তগুলোর রিপ্লে দেখানো হয়নি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
বিতর্কিত সিদ্ধান্তগুলোর রিপ্লে দেখানো হয়নি ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচেই প্রথম স্পাইডার ক্যামেরা ছাড়া খেলা হয়েছে বলে অভিযোগ করেছেন আইসিসি সভাপতি মুস্তফা কামাল। ওই ‍ম্যাচে জায়ান্ট স্ক্রিনে বিতর্কিত সিদ্ধান্তগুলোর রিপ্লে দেখানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।



মুস্তফা কামাল আরও বলেন, সেদিনের খেলায় আমি মাঠে ছিলাম। মেলবোর্নের মতো মাঠে প্রথম খেলা হলো স্পাইডার ক্যামেরা ছাড়া। জায়ান্ট স্ক্রিনে ‘জিতেগা ভাই জিতেগা/ইন্ডিয়া জিতেগা দেখানো হলো। ’ আমি আইসিসির সিইও‘কে বললাম এটা বন্ধ করতে, কিন্তু তা করা হলো না।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন আইসিসি সভাপতি।

বিমানবন্দরে নেমেই তিনি ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে আইসিসির প্রতি ক্ষোভ ঝাড়েন।

মুস্তফা কামাল বলেন, নয় মাস দায়িত্ব পালনের পর আইসিসি সভাপতি হিসেবে নিজের দায়িত্ব শেষ করল‍াম।

তিনি আরও বলেন, আইসিসির সংবিধানের ৩.৩ ধারা মোতাবেক আসিসির ওয়ার্ল্ড ইভেন্টে শুধু মাত্র সভাপতিই ট্রফি দিতে পারেন। গত ২৯ তারিখ ট্রফি দেওয়ার কথা ছিলো আমার, কিন্তু আমি সেটা দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটা সারা বিশ্ব জানে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাজে আম্পয়ারিং নিয়ে প্রতিবাদ করায় অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আইসিসি সভাপতি আ হ ম ম‍ুস্তফা কামালকে। এরপর একরাশ ক্ষোভ ও হতাশা নিয়ে দেশে ফিরলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।