ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফর সহজ হবে না: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
বাংলাদেশ সফর সহজ হবে না: রমিজ রাজা

ঢাকা: পূর্ণ শক্তির দল নিয়েই আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এ সফরে দু’দলের টেস্ট, ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

তবে বিশ্বকাপে দারুণ পারর্ফম করা টাইগারদের বিপক্ষে সিরিজ কঠিন হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক রমিজ ‍রাজা।

এক সাক্ষাৎকারে রমিজ বলেন, ‘বিশ্বকাপে ভালো পারর্ফম করার পর বাংলাদেশ বদলে গেছে। আর এখন তারা আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি মনে করি তাদের ব্যাটিং সাইড আমাদের থেকে ভালো। সুতরাং আমি বিশ্বাস করি এ সফররটি পাকিস্তানের জন্য সহজ হবে না। ’

বাংলাদেশ সফরে বোলিং নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা দুসরা স্পিনার সাইদ আজমলের দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে রমিজ বলেন, ‘আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে আজমল। বোলিং পরীক্ষা দিয়ে নিজেকে সে বৈধ প্রমাণ করেছে। তবে আমি মনে করি বোলিং শুধরে আসা আজমলের পক্ষেও সিরিজটি কঠিন হবে। ’

সর্বশেষ রমিজ বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দল সম্পর্কে বলেন, ‘আমাদের ওয়ানডে ক্রিকেটে অনেক পরিবর্তন আনতে হবে। আমাদের আরো আক্রমণাত্বক ও ভীতিহীন ক্রিকেট খেলতে হবে। ’

পাকিস্তান আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসলেও প্রথম ম্যাচে মাঠে নামবে ১৭ এপ্রিল। তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করছে পাকিস্তান।

টেস্ট দল: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান এবং রাহাত আলী।

ওয়ানডে দল: সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল ও সোহেল খান।

টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল ও জুনায়েদ খান।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।