ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসিতে আগ্রহ নেই বিসিবি’র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
আইসিসিতে আগ্রহ নেই বিসিবি’র

ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আ হ ম মোস্তফা কামাল। ফলে আইসিসি সভাপতির পদটি এখন শুন্য।

আইসিসি থেকে সভাপতি পদের জন্য বাংলাদেশ থেকে নাম চেয়ে টেলিফোন করা হয়েছিল। লিখিত কোনো পেপার’স বিসিবিকে পাঠায়নি আইসিসি। এ ছাড়া সভাপতি নির্বাচন করা হবে মাত্র আড়াই মাসের জন্য। সব দিক বিবেচনা করে আইসিসির সভাপতি হওয়ার আগ্রহ এ মুহুর্তে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।   


এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আইসিসি আমাদের কাছে মৌখিকভাবে নাম চেয়েছে। আমরা এখনো অফিসিয়ালি লিখিত কোনো প্রস্তাব পাইনি। আমরা সিদ্ধান্ত নিতে আইসিসির পরবর্তী বোর্ড মিটিং পর্যন্ত অপেক্ষা করবো। এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। ওদের কাছেও তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। থাকলে এর মধ্যেই পেয়ে যেতাম। ’ 

পাপন আরো বলেন, ‘আগামি ১৫ ও ১৬ এপ্রিল আইসিসির বোর্ড মিটিং আছে। সেখানে গিয়ে পরিস্থিতি দেখবো। আমরা কোনো নাম নাও প্রস্তাব করতে পারি। ’

নাম না পাঠানোর কারণ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘নাম না পাঠানোর কারণ একাধিক। সভাপতির মেয়াদ মাত্র আড়াই মাসের জন্য। তাছাড়া ১৫ অথবা ১৬ এপ্রিল আমরা নাম প্রস্তাব করলেও পরবর্তী মিটিং কিন্তু সে পাচ্ছে না। যে প্রেসিডেন্ট হবে সে কিন্তু ফিজিক্যালি কোনো কিছু করতে পারছে না। শুধু বার্বাডোজে একটা মিটিং আছে, সেখানে ১০ মিনিটের একটি লেকচার দিতে পারবে। এই কাজের জন্য কেউ প্রেসিডেন্ট হবে বলে মনে হয় না। ’

আ হ ম মোস্তফা কামাল যখন সভাপতি হয়েছিলেন সেটা ছিল জয়েন্ট নমিনেশনে (বাংলাদেশ ও পাকিস্তান)। এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘এবারও হয় তো জয়েন্ট নমিনেশনে সভাপতি নির্বাচিত করা হবে। আমাদের এ সব নিয়ে এখন আগ্রহ নেই। বোর্ড থেকে আমরা মনে করছি, একটা মিটিংয়ে গিয়ে শুধু পেপারস পড়বে-এ জন্য সভাপতি হওয়া গুরুত্বপূর্ন কিছু নয়। তবে ইন্টারেস্টেড পার্টি যদি থাকে, সরকার যদি চায় সেক্ষেত্রে ভিন্ন কথা। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।