ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একদিন পেছালো বিসিএল ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
একদিন পেছালো বিসিএল ফাইনাল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ একদিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১১ এপ্রিল ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল।



কিন্তু, এ দিন বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে একদিন পিছিয়ে আগামী ১২ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।  

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, রোববার ফ্রাইঞ্চাইজিভিত্তিক ৪ দলের সমন্বয়ে শুরু হয়েছে বিসিএলের ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।