ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে ডাক পেলেন রনি তালুকদার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
জাতীয় দলে ডাক পেলেন রনি তালুকদার

ঢাকা: বুধবার বিকেলে ঘোষিত হয়েছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য বাংলাদেশের ১৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড। নতুন মুখ হিসেবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।



জাতীয় দলের নিয়মিত ওপেনার আনামুল হক বিজয় বিশ্বকাপের ম্যাচে ইনজুরিতে পড়ায় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা রনি তালুকদারকেই বেছে নেয় নির্বাচকরা। ২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে অসাধারণ পারফম্যান্স করে নির্বাচকদের নজড় কাড়েন নারায়নগঞ্জের এই ক্রিকেটার । ঘরোয়া লিগে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান।

জাতীয় ক্রিকেট লিগে তিনটি শতকসহ ৭০.৬৪ গড়ে ৭৭৭ রান করেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।   ঢাকা প্রিমিয়ার লিগে দুটি শতকসহ সর্বোচ্চ ৭১৪ রান করেন তিনি।

আগামী ১৭, ১৯ ও ২২ এপ্রিল সিরিজের তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। মূল সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগও পাবেন রনি। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে রাখা হয়েছে রনি তালুকদারকে।

আগামী ১৫ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আরাফাত সানি ও আবুল হাসান।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।