ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলারদের কৃতিত্ব দিলেন নাজমুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
বোলারদের কৃতিত্ব দিলেন নাজমুল

ঢাকা: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।   ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।


 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া যুবাদের মাত্র ১৬০ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বয়সভিত্তিক দলটি। জবাবে  ৬ ওভার বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

সঞ্জিত-শাওনদের নিয়ন্ত্রিত বোলিংয় এদিন শুরুতেই এগিয়ে দেয় স্বাগতিকদের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তও মনে করেন বোলাররাই এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন।

 ম্যাচ শেষে সাংবাদিকদের নাজমুল বলেন, ‘বোলাররা খুব ভালো বল করেছে। পেসার-স্পিনার সবাই খুব ভালো করেছে। তাছাড়া মাঠের উইকেট বোলারদের সহায়তা করেছে। বিশেষ করে স্পিনারদের। ’

বাংলাদেশ দল জিতলেও এ দিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রোটিয়া স্পিনার শিন আন্দ্রে। ১০ ওভার বল করে মাত্র ২৬ রানে চার উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।

শিন আন্দ্রের স্পিনের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানদের উইকেট খোয়ানো প্রসঙ্গে শান্ত বলেন, ‘ওদের (দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল) বিপক্ষে  এটিই আমাদের প্রথম ম্যাচ। বুঝে উঠতে একটু সময় লাগবে। তাছাড়া আজকের উইকেট স্পিন সহায়ক ছিল। ’

উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।