ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইসডেনে’র সেরা ক্রিকেটার সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
উইসডেনে’র সেরা ক্রিকেটার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা

ঢাকা: শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে ২০১৫ সংখ্যার সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইসডেন অ্যালামনাক। ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দু’বার এ মর্যাদায় ভূষিত হলেন সাঙ্গাকারা।



যুক্তরাষ্ট্র ভিত্তিক এ বার্ষরিক বইটিতে এর আগে ভারতের ভিরেন্দর শেওয়াগ ২০০৮ ও ২০০৯ সালে টানা দু’বার এ মর্যাদা পেয়েছিলেন।

লঙ্কান সাবেক এ অধিনায়ক এর আগে ২০১১ সালে এ মর্যাদায় সম্মানীত হয়েছিলেন। এদিকে ২০১৪ সালে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২৮৬৮ রান করেছিলেন তিনি। সঙ্গে ছিল বাংলাদেশের বিপক্ষে টেস্টে ত্রিপল সেঞ্চুরি।

গত বছর সাঙ্গাকারার স্মরনীয় মুহূর্তটি ছিল ঢাকায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা হওয়াটা। এ বাঁহাতি ব্যাটম্যানের কল্যাণেই মূলত প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপ জিতে লঙ্কানরা।

এদিকে এবারের ২০১৫ বিশ্বকাপের সাফল্যও সাঙ্গাকারার কাঁধে যোগ হয়েছে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি টানা চার ম্যাচে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।