ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেও জুনিয়র টাইগারদের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
দ্বিতীয় ম্যাচেও জুনিয়র টাইগারদের জয় সংগৃহীত

ঢাকা: সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার  দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তারা হারিয়েছে ১৪০ রানের বিশাল ব্যবধানে।



ফলে সিরিজে বাংলাদেশের  যুবারা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। প্রথম ওয়ানডেতে প্রোটিয়া যুবাদের পাঁচ উইকেটে হারিয়েছিল জুনিয়র টাইগাররা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৩.২ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় অতিথী দলটি। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার কাইল ভেরান্নে সর্বোচ্চ ৪৭ রান করেন।

স্বাগতিক দলের নেহাদুজ্জামান তিনটি উইকেট নেন। এছাড়া মোসাব্বেক হোসেন, সালেহ আহমেদ ও নাজমুল হোসেন দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন ও জাকির হোসেনের ফিফটিতে ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৯ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৭৩ রান করেন। জাকির হোসেনের ব্যাট থেকে আসে ৮১ রান। শেষ দিকে মো: সাইফুদ্দিন দলের পক্ষে  ২৭ বলে ৪১ রান যোগ করেন।

প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া প্রোটিয়া স্পিনার শিন আন্দ্রে এদিন নিয়েছেন দুটি উইকেট।

দ্বিতীয় ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জুনিয়র টাইগারদের দলপতি নাজমুল হাসান শান্ত।

আগামী সোমবার (১৩ এপ্রিল) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।   ১৫ এপ্রিল একই মাঠে  চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।