ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে দ.আফ্রিকা, ভরাডুবি ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
শীর্ষে দ.আফ্রিকা, ভরাডুবি ভারতের

ঢাকা: আইসিসি’র নতুন টেস্ট র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা সবার ওপরে।

সর্বশেষ ৩১ ম্যাচে তাদের রেটিং ৩৮৩৯। দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়াদের থেকে ছয় পয়েন্ট কম পাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড।

এদিকে এ তালিকায় ভরাডুবি হয়েছে ভারতের। গত ১৩ ম্যাচে তারা মাত্র একটি টেস্ট জিতেছে। এই ১৩টি ম্যাচ তারা দ.আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল। পাঁচটি ড্রয়ের বিপরীতে ধোনি বাহীনি হেরেছে সাতটি ম্যাচে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়া দলটির বর্তমান অবস্থান সাত।

ভারতের ওপরে চার থেকে ছয় নম্বরে রয়েছে যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

এদিকে অপরিবর্তীত রয়েছে বাংলাদেশ। টাইগাররা ৩২ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে। মুশফিক বাহিনীর ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর তালিকার সবার নিচে (দশম) আছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।